• শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
জুলাই সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের বিক্ষোভ হোসেনপুরে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভৈরবের মানিকদীতে বটগাছের মগডালে যুবক! ফায়ার সার্ভিস ৪ ঘণ্টা চেষ্টা করেও নামাতে পারেনি ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে ভৈরবে খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফার দাবিতে ভৈরব জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর, আহত ১৫ ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া সোনা-রূপা টাকা ছিনতাই থানায় মামলা দায়ের আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় সাহিত্য পুরস্কার কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

পাকুন্দিয়ার হত্যা মামলায় এক পরিবারের ৬ জনসহ ৭ জনের যাবজ্জীবন

পাকুন্দিয়ার হত্যা মামলায়
এক পরিবারের ৬ জনসহ
৭ জনের যাবজ্জীবন

# নিজস্ব প্রতিবেদক :-
পাকুন্দিয়া থানায় দায়ের হওয়া সহোদর হত্যা মামলায় ৭ বছর পর চার ভাই, এক বোন ও ভাবীসহ মোট ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালি গ্রামের মৃত মতিউর রহমানের চার ছেলে খোকন মিয়া (৪৭), নজরুল ইসলাম (৪৫), বকুল মিয়া (৪৪), আব্দুস সাত্তার (৪৩), মেয়ে চম্পা আক্তার (৪২) ও নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩২) এবং পার্শ্ববর্তী ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে সৈয়দের (৫৭) বিরুদ্ধে এ রায় প্রদান করেন। রায়ের সময় নজরুল ইসলাম ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন। সরকার পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা এপিপি দিলিপ কুমার ঘোষ সাংবাদিকদের কাছে এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৬ সালের ২৩ নভেম্বর বাড়ির সীমানায় গাছ কাটাকে কেন্দ্র করে ঝগড়ার সূত্র ধরে রিটন মিয়াকে (৪৬) অন্য ভাই-বোনরা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেন। এলাকাবাসী রিটনকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিনই নিহতের স্ত্রী সালমা আক্তার উপরোক্ত ৭ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান ২০১৭ সালের ১৯ অক্টোবর ৭ জনকে দোষী সাব্যস্ত করে আদালতে চর্জশীট দিয়েছিলেন। আজ মঙ্গলবার মামলার রায় ঘোষণা হলো। রায়ের পর ৬ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। নজরুল ইসলাম পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *