# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে খেলাফত মজলিস এর আয়োজনে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা ঢাকা-সিলেট মহাসড়ক বাসস্ট্যান্ড দুর্জয় মোড় নুরানী মসজিদের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ-সভাপতি হাজী মো. জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন সাদী, প্রচার সম্পাদক শাহরিন কায়সার রিফাত, বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমাদ শাবীব, আমীর হোসেন, আশিকে এলাহী, হাফেজ শাহীন, কাউসার আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর ভিত্তি প্রদান করতে হবে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আনতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। খেলাফত মজলিসের সকল দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে হবে। ৬ দফা দাবি পূরণে কেন্দ্রের যে কোন ঘোষিত কর্মসূচি ভৈরব খেলাফত মজলিস পালন করে যাবে। বক্তারা আরো বলেন, তাল বাহানা না করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। তা না হলে সরকারকে আন্দোলনের মাধ্যমে সকল দাবি পূরণ ও নির্বাচন করতে বাধ্য করা হবে।