# উজ্জ্বল কুমার সরকার :-
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে একটি বর্ণাঢ্য মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা শাখার আমীর আমিনুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আমীর অধ্যাপক নুরুল হক, উপজেলা সেক্রেটারি আজহারুল হক, নায়েবে আমীর এবিএম মহিবুল্লাহ্, উপজেলা শিবিরের সভাপতি আশিকুর রহমান, সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
জামায়াতের দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।