# এম.আর রুবেল :-
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ভৈরবে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কমলপুরস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে বের হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে নিউটাউন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. কবির হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন, জামায়েত ইসলামী ভৈরব উপজেলা শাখার নায়েবে অধ্যাপক আমীর মাহবুব উল্লাহ মোছা, সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি প্রভাষক মো. শাহ আলম, পৌর জামায়েত ইসলামীর আমীর শাহজাহান সরকার, সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু প্রমুখ।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা ও পৌর শাখা এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে জুলাই সনদের আলোকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাদের উত্তাপিত দাবি গুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উন্মুক্ত কক্ষে পিপিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দুশ্চিন্তামান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।