• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে খুন, বাবাসহ তিন জনের মৃত্যুদণ্ড খালাস পেলেন নিহতের মা

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে খুন
বাবাসহ তিন জনের মৃত্যুদণ্ড
খালাস পেলেন নিহতের মা

# নিজস্ব প্রতিবেদক :-
জমির বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়ে খুনের চাঞ্চল্যকর ঘটনায় নিহতের বাবা, চাচা ও চাচাত ভাইয়ের মৃত্যুদণ্ড হয়েছে। খালাস পেয়েছেন নিহতের মা। কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব গতকাল বুধবার এ রায় দিয়েছেন। জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন জানিয়েছেন, করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ভাটিয়া জহিরকোণা গ্রামের নিহতের বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুরশিদ মিয়া এবং ভাতিজা সাদেক মিয়াকে তাদের অনুপস্থিতিতে এই দণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। নিহতের মা মোছা. নাজমুন্নাহারকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশি আবু বকর সিদ্দিকের পরিবারের সাথে আনোয়ারুল ইসলাম আঙ্গুরের জমি নিয়ে বিরোধ ছিল। ফলে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৬ সালের ১০ আগস্ট রাতে বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, আঙ্গুরের ভাই খুরশিদ মিয়া ও আঙ্গুরের ভাতিজা সাদেক মিয়া মীরা আক্তার (১২) নামে আনোয়ারুল ইসলামের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের ভেতর ফেলে রাখেন। পরদিন সকালে বাঁশ ঝাড় থেকে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবা আনোয়ারুল ইসলামই বাদী হয়ে ১১ আগস্ট করিমগঞ্জ থানায় প্রতিপক্ষ আবু বকর সিদ্দিকসহ ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে, প্রতিপক্ষকে ফাঁসাতে আনোয়ারুল ইসলামই অন্যদের নিয়ে নিজ মেয়েকে হত্যা করেন। ফলে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মামলা থেকে আবু বকরদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে (নাম বাদ দিয়ে) করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত বাদী হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনসহ নিহতের মা নাজমুন্নাহারের নামে থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত করেন এসআই মীর মোহাম্মদ মোখছেদুল আলম। তিনি নিহেতের বাবা আনোয়ারুল ইসলাম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দু’জনসহ নিহতের মা নাজমুন্নাহারকে দায়ী করে তাদের নামে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ৭ বছর তদন্ত ও সাক্ষ্য জেরাশেষে গতকাল বুধবার জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব নিহতের মা নাজমুন্নাহারকে খালাস দিয়ে অপর তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *