# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২৩ আগস্ট শনিবার বিকাল ৫টায় উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর আলুকান্দা ও শহরের দুর্জয় মোড় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে অবস্থিত আল আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ফ্রিজে রান্না করা খাবারের সাথে কাঁচা মাছ রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ টাকা ও উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর আলুকান্দা এলাকায় অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান মালিককে ১ লক্ষ জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযানে বিপুল পরিমাণ অনিরাপদ ও অস্বাস্থ্যকর শিশু খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতা প্রদান করেন ভৈরব থানা পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।
এ বিষয়ে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ভেজাল খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান ও ক্যান্সারের উপদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যাচ্ছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভৈরব শহরে আল আজিজিয়া রেস্টুরেন্টে ফ্রিজে রান্না করা খাবারের সাথে কাঁচা মাছ রাখা ও অনুমোদন বিহীন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদনে বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান পরিচালনার মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।