# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক হিন্দু ব্যবসায়ীকে ছোরা দেখিয়ে চোখে মরিচের গুড়া ছিটিয়ে সোনা, রূপা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অষ্টগ্রামের নাথপাড়া এলাকার প্রয়াত পরেশ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ (৩৫) অষ্টগ্রাম বড়বাজার বণিক পট্টিতে জুয়েলারি ব্যবসা করেন। ২৪ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি একটি কাপড়ের ব্যাগে তিন লাখ ৬০ হাজার টাকা দামের দুই ভরি স্বর্ণালংকার, এক লাখ ৯০ হাজার টাকা দামের ৯৫ ভরি রূপা ও নগদ এক লাখ ৯৫ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাজার থেকে বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার হবে। বাড়ির কাছে যেতেই ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাঁকে ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘিরে ধরে। এক পর্যায়ে প্রদীপের চোখে মরিচের গুড়া ছিটিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় প্রদীপের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ব্যাগে প্রদীপ ও তাঁর মা-বাবার জাতীয় পরিচয়পত্রও ছিল।
এ ব্যাপারে প্রদীপ দেবনাথ বাদী হয়ে বুধবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিলে সেটি বৃহস্পতিবার রাতে মামলা হিসেবে রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। তিনি জানান, মামলার বিষয়ে তদন্ত হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।