# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২৩ আগস্ট শনিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) এর মাধ্যমে এ রায় দেন।
অভিযানে পৌরসদর কলেজ রোডে অবস্থিত মাহী ফুড প্রোডাক্টস’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সুমন বেকারিকেও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর চন্দ্র পাল উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশ ও র্যাব সহযোগিতা করে।