# এম.আর রুবেল :-
ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক।
আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়কের ফকির মার্কেট এলাকায় হ্যাভেন ড্রিংক ওয়াটার নামে একটি পানির কারখানায় অভিযান চালিয়ে পানিতে ক্ষতিকারক উপাদান মেশানো ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জগন্নাথপুর কান্দাহাটি এলাকায় খন্দকার ফুড প্রোডাক্টসকে পরিছন্নতা ও লাইসেন্সের মেয়াদ না থাকায় এবং ঘোড়াকান্দা এলাকার কাইয়ুম খন্দকার ফুড প্রোডাক্টসকে বিভিন্ন অনিয়ম ও ভোক্তাদের স্বাস্থ্য সেবায় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের জন্য ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক’কে সহযোগিতা করেন নরসিংদীর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার হাসিবুল হাসান ও ভৈরব থানা পুলিশ।
নরসিংদী বিএসটিআইয়ের ফিল্ড অফিসার হাসিবুল হাসান বলেন, হ্যাভেন ড্রিংকিং ওয়াটার, কাইয়ুম খন্দকার ফুড প্রোডাক্টস ও খন্দকার ফুড প্রোডাক্টসকে অনিয়মের দায়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছি। তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য ও পানীয় কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের তিনি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খাবার ও পানীয় কেনার সময় অবশ্যই মান ও অনুমোদনের বিষয়টি যাচাই করতে হবে।