# নিজস্ব প্রতিবেদক :-
সরকার ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে দিয়েছে এক হাজার ২৭০ টাকা। কিন্তু কিশোরগঞ্জ জেলা শহরসহ উপজেলা পর্যায়ে বিক্রি হচ্ছে বাড়তি দামে। কোথাও ৮০ টাকা বাড়তি, কোথাও ১৩০ টাকা বাড়তি দামে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন দোকানে খোঁজ নিয়েও বাড়তি দামে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জ শহরে তিতাস গ্যাসের নাজুক অবস্থা। সকাল ৬টার দিকে আর সন্ধ্যার পর থেকে কিছুটা গ্যাস আসলেও মাঝের সময়টাতে চুলা টিম টিম করে জ্বলে। আধা ঘন্টার রান্না দুই ঘন্টায়ও হতে চায় না। কখনও কখনও গ্যাস নির্গত না হওয়ায় চুলা একেবারে নিভে যায়। যে কারণে বাসায় গ্যাস সংযোগ থাকার পরও এখন অনেকেই সিলিন্ডার কিনে রান্না করছেন বলে জানা গেছে। কিন্তু দোকানে বাড়তি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।
কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার সাইদুর রহমান জানিয়েছেন, তিনি ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৩৫০ টাকায় কিনেছেন। নিকলী উপজেলা সদরের এক এনজিও কর্মকর্তা সমীর কুমার আদিত্য জানালেন, তিনিও ১২ কেজির একটি সিলিন্ডার এক হাজার ৩৫০ টাকা দিয়ে কিনছেন। এর কমে কেউ বিক্রি করে না। ফলে বাধ্য হয়েই বাড়তি দামে কিনতে হচ্ছে বলে তিনি জানালেন।
কিশোরগঞ্জ শহরে থানার সামনে মিশুক স্টোর নামে একটি দোকানে গতকাল জিজ্ঞাসা করলে দোকানি জানান, ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৩৫০ টাকা। সরকারী মূল্য এক হাজার ২৭০ টাকার বেশি কেন দাম নিচ্ছেন, প্রশ্ন করলে দোকানি জানান, সিলিন্ডার আনতে খরচ আছে ৮০ টাকা। যে কারণে সরকারি দামে বিক্রি করলে পোষায় না। শহরের আখড়াবাজারের মেসার্স সিকদার টেডার্সেও বাড়তি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের সাথে কথা বললে জানান, তিনি বাড়তি দামে সিলিন্ডার বিক্রির বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।