• শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

প্রতিকী ছবি

কিশোরগঞ্জে বাড়তি দামে
বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

# নিজস্ব প্রতিবেদক :-
সরকার ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে দিয়েছে এক হাজার ২৭০ টাকা। কিন্তু কিশোরগঞ্জ জেলা শহরসহ উপজেলা পর্যায়ে বিক্রি হচ্ছে বাড়তি দামে। কোথাও ৮০ টাকা বাড়তি, কোথাও ১৩০ টাকা বাড়তি দামে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন দোকানে খোঁজ নিয়েও বাড়তি দামে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জ শহরে তিতাস গ্যাসের নাজুক অবস্থা। সকাল ৬টার দিকে আর সন্ধ্যার পর থেকে কিছুটা গ্যাস আসলেও মাঝের সময়টাতে চুলা টিম টিম করে জ্বলে। আধা ঘন্টার রান্না দুই ঘন্টায়ও হতে চায় না। কখনও কখনও গ্যাস নির্গত না হওয়ায় চুলা একেবারে নিভে যায়। যে কারণে বাসায় গ্যাস সংযোগ থাকার পরও এখন অনেকেই সিলিন্ডার কিনে রান্না করছেন বলে জানা গেছে। কিন্তু দোকানে বাড়তি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।
কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার সাইদুর রহমান জানিয়েছেন, তিনি ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৩৫০ টাকায় কিনেছেন। নিকলী উপজেলা সদরের এক এনজিও কর্মকর্তা সমীর কুমার আদিত্য জানালেন, তিনিও ১২ কেজির একটি সিলিন্ডার এক হাজার ৩৫০ টাকা দিয়ে কিনছেন। এর কমে কেউ বিক্রি করে না। ফলে বাধ্য হয়েই বাড়তি দামে কিনতে হচ্ছে বলে তিনি জানালেন।
কিশোরগঞ্জ শহরে থানার সামনে মিশুক স্টোর নামে একটি দোকানে গতকাল জিজ্ঞাসা করলে দোকানি জানান, ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৩৫০ টাকা। সরকারী মূল্য এক হাজার ২৭০ টাকার বেশি কেন দাম নিচ্ছেন, প্রশ্ন করলে দোকানি জানান, সিলিন্ডার আনতে খরচ আছে ৮০ টাকা। যে কারণে সরকারি দামে বিক্রি করলে পোষায় না। শহরের আখড়াবাজারের মেসার্স সিকদার টেডার্সেও বাড়তি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের সাথে কথা বললে জানান, তিনি বাড়তি দামে সিলিন্ডার বিক্রির বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *