• শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভৈরবের মানিকদীতে বটগাছের মগডালে যুবক! ফায়ার সার্ভিস ৪ ঘণ্টা চেষ্টা করেও নামাতে পারেনি ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে ভৈরবে খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফার দাবিতে ভৈরব জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর, আহত ১৫ ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া সোনা-রূপা টাকা ছিনতাই থানায় মামলা দায়ের আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় সাহিত্য পুরস্কার কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর, আহত ১৫

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের চণ্ডিবের খাঁ বাড়ি বংশ ও মোল্লা বাড়ি বংশের যুবকদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ সেপ্টম্বর পৌর শহরের চণ্ডিবের খাঁ বাড়ির যুবকদের সাথে মোল্লা বাড়ির যুবকদের ভৈরব বাজারে বাকবিতন্ডা ও মারামারি হয়। সন্ধ্যায় একই ঘটনায় চণ্ডিবের এলাকায় বাকবিতন্ডা ও মারামারি হয়। পরে রাত সাড়ে ১২টায় উভয় পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই বংশের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় ১০টির মতো দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। দোকানপাট গুলোর মধ্যে শুভা খানম নামে এক নারী উদ্যোক্তার দোকান ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। সংঘর্ষ প্রথমে থানা পুলিশ ব্যর্থ হলেও পরে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে জামান খাঁ (৫০), ইশান খাঁ (১৬), রাকিব (১৮), প্রান্ত (২৩), রুবেল (১৮), ইয়াছিন কাজি (১৬), জিহাদ (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রাকিবকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লিটন মোল্লা বলেন, রাতে বাড়ি ফিরে কিছু বুঝে উঠার আগেই দেখি দুই বংশের যুবকরা সংঘর্ষে জড়িয়েছে। আমি ফেরাতে গেলে তাদের ছুড়া ইট পাটকেলের আঘাতে আহত হয়েছি। যুবকদের ঝগড়ায় রাস্তার পাশে থাকা দোকানপাট বাড়িঘর ভাঙচুর করেছে। বিষয়টি দুঃখজনক। দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা স্থানীয় ভাবে প্রথমে চেষ্টা করবো। কেউ না মানলে আইনের মাধ্যমে ব্যবস্থা নেবো।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী শুভা খানম বলেন, আমার অপরাধ আমি খাঁ বাড়ির বউ। আমি তিলে তিলে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এর আগেও দুই বংশের ঝগড়ায় আমার প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছিল। তিন বছরেতো ঘুরে দাড়াতে পেরেছি। এখনতো আমাকে নিঃস্ব করে দিয়েছে। দোকান ভাঙচুর করে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। আমার ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি কি এই বিচার পাবো? বিচার হলেও আমার তিলে তিলে গড়ে তোলা ব্যবসার ক্ষতিপূরণ পাবো না। এর আগেও পাইনি।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *