# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ দুই যুবক ডিবির হাতে গেপ্তার হয়েছে। এরা হলো সদর উপজেলার শিক্ষক পল্লীর আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল কাইয়ুম (২৬) ও করিমগঞ্জের সুবুন্দি বন্দেরবাড়ি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে দুদু মিয়া (২০)।
পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়, ডিবির এসআই নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার শিক্ষক পল্লী থেকে ১০০ পিস ইয়াবাসহ আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। আর সোমবার রাত ১০টার দিকে করিমগঞ্জের সুবুন্দি এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানা ও করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।