• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

# এম.আর রুবেল :-
ভৈরব পৌর শহরের কমলপুর মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজের গুণগতমান ও বাহ্যিক সৌন্দর্য ব্যহত করেছেন। ফলে ভবনের সৌন্দর্য স্থায়িত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
৭ সেপ্টেম্বর রোববার দুপুরে সরেজমিনে নতুন ভবনের নির্মাণ কাজ দেখতে গেলে স্থানীয়রা বিভিন্ন সমস্যা গুলো ঘুরে দেখালে, তখন ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়।
অভিযোগ রয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কটিয়াদীর ঠিকাদারী প্রতিষ্ঠান এসকন ট্রেডিং এণ্ড কন্সট্রাকশন কমলপুর মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের কাজটি পেলেও আবুল কাসেম নামে ভৈরবের এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছেন। ভৈরবের ঠিকাদার আবুল কাসেম ওই কাজটি শুরু থেকে এখনো করে যাচ্ছেন। কটিয়াদীর ঠিকাদারের নাম জানেননা স্কুল কর্তৃপক্ষ।
অভিযুক্ত ঠিকাদার আবুল কাসেম জানান, কাজটি কটিয়াদীর এক বন্ধু পেয়েছেন। তাই তিনি বন্ধুর কাজটি নিজেই করে দিচ্ছেন। ভবনের কাজ করতে গিয়ে অনেকবার নির্মাণসামগ্রী চুরি হয়েছে। এখনো কাজ শেষ হয়নি। সপ্তাহখানের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হবে। কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে টিম এসে প্রত্যয়ন দিলেই ফাইনাল বিল তুলতে পারবো।
নির্মাণ কাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও, উপজেলা প্রকৌশলী ইসতিয়াক আহমেদ ঠিকাদারের পক্ষে গাইছেন সাফাই। উপজেলা প্রকৌশলীর দাবি, তাঁর সহকারী প্রকৌশলী কাজের তদারকি করেছেন নিয়মিত। তিনিও তদারকি করে দেখেছেন কাজ ভালো হয়েছে। কিছুদিন আগে এক ছেলে গাঁজা খেয়ে আমার এক সহকারী প্রকৌশলীকে আটকে রাখেন। এখানে কিছু রাজনীতি আছে। আপনি একটু খোঁজ নিয়েন। কেউ উল্টাপাল্টা বক্তব্য দিলেই কাউন্ট কইরেন না। এখানে কিছু বিষয় আছে। ভালো করে খোঁজ খবর নিয়ে লিখেন। সর্বশেষ তিনি বলেন, এখনো ফাইনাল বিল দেয়া হয়নি। আরো ১৩ লক্ষ টাকা বাকী আছে। দরজাগুলো সেগুন কাঠের দেয়ার কথা, সেগুন দিয়েছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখবো। কাজ যদি ওকে হয় তখন বিল দেবো, ওকে না হলে দিবোনা। উপজেলা প্রকৌশলী ইসতিয়াক আহমেদ আরও বলেন, কটিয়াদীর ঠিকাদারকে তিনি চিনেন না। ঠিকাদার আবুল কাসেম ভবনের কাজ করছেন। অন্য ঠিকাদারের কাজ কেউ কিনে করলেও কোন সমস্যা নাই বলে জানান।
স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য মো. মাসুম মিয়া, মনির হোসেন ও সবুজ সরকারসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু দায়িত্বপ্রাপ্তরা যদি অনিয়ম করে তাহলে তো অভিযোগ করেও কোন প্রতিকার হবেনা। তারা বলেন, ভবন নির্মাণকাজে রড, সিমেন্ট ও বালুর মান যাচাই না করেই ব্যবহার করা হলেও কেউ কথা বলেনি। কিন্তু চোখের সামনে দৃশ্যমান বিষয় গুলো প্রমাণ করে কাজে কতটুকু ফাঁকি দিয়েছেন। তারা বলেন, ভবনের কিছু অংশে আস্তর না করেই রঙ দিয়েছেন। ভবনের পিলার, গ্রীল, জানালা, দরজা, সিঁড়িসহ বাহ্যিক অংশগুলো খালি চোখে দেখলেই বুঝাযায় কিভাবে অনিয়ম হয়েছে। তাছাড়া কটিয়াদী ঠিকাদারের নামের কাজ ক্রয় করে ভৈরবের ঠিকাদার কাজ করছেন। পার্সেন্টিসের বিনিময়ে কাজ যদি এভাবে বিক্রি হয় অন্য ঠিকাদারের কাছে, তখন কাজের মান ভালো করা প্রশ্নই উঠেনা। ঠিকাদারদের কাজ কেনা বেচাসহ ভবনের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে, দ্রুত তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা।
কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন, বিল্ডিংটি অনেক কষ্ট করে অনুমোদন নিতে হয়েছে। সেই বিল্ডিংটার কাজ যেমনই হয়েছে, দেখতে অন্তত সুন্দর দেখা যাক, সবাই যাতে বলে ফিনিসিংটা সুন্দর হয়েছে। এ বিষয়ে তিনি ঠিকাদার আবুল কাসেমকে বলেছেন ফিনিসিংটা দেখে যাওয়ার জন্য। তখন ঠিকাদার বলেন, মিস্ত্রিদের অত্যাচার, চোরের উৎপাতে দুইতিন দিন এক পার্টি কাজ করে ভেগে যায়। তিনি বলেন, ইঞ্জিনিয়ারের কনসান ছাড়া ঠিকাদার কিছুই করেনা। আর সর্বশেষ যেটা দেখলাম, অনিয়ম তো অবশ্যই হয়েছে। তবে এবিষয়টি আমরা শিক্ষা অফিসকে অবগত করেছি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, কমলপুর মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজটি এলজিইডি’র মাধ্যমে ঠিকাদার কাজটি করছেন। এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি। যদি সুনিদিষ্ট কোন অভিযোগ আসে কাজের গুণগতমান অথবা কোয়ালিটির বিষয়ে। তদন্ত সাপেক্ষে বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। ঠিকাদারের সাথে যে চুক্তিটি থাকে, সেটা যদি যথাযথ পালন না করে তখন সেটা বাতিল করার সুযোগ আছে। সিকিউরিটি মানি যেটা জমা থাকে, সেটাও বাজেয়াপ্ত করার সুযোগ আছে। আমাদের কাছে যথাযথ অভিযোগ আসলে তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *