#এম. আর রুবেল :-
ভৈরবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রবিন মিয়া (২১)কে গ্রেপ্তার করেছে র্যাব। ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১১টার সময় রাজধানী ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রবিন মিয়া ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর পুত্র।
র্যাব জানান, ভুক্তভোগী এক নারীর সঙ্গে তিন মাস পূর্বে ইমুতে পরিচয় হয় রবিন মিয়ার। পরিচয় থেকে দুজনের মধ্যেই গড়ে উঠে প্রেমের সম্পর্ক। গত ৭ সেপ্টেম্বর রোববার ভুক্তভোগী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ভৈরবে নিয়ে আসে রবিন। পরে তারা ওইদিন ভৈরবের বিভিন্নস্থানে ঘুরাফেরা করেন। একসময় ভুক্তভোগী নারীকে কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকার একটি ব্রিকস ফিল্ডে দু’চালা টিনসেট ঘরের পিছনে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী নারীকে রেখে পালিয়ে যায় রবিন মিয়া। ওই নারী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে
তার মাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে ওই নারীর মা তাসলিমা বেগম ভৈরবে আসেন এবং পরদিন রবিনকে অভিযুক্ত করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোহিত কবির সেরনিয়াবাত জানান, ধর্ষণের ঘটনার পর রবিন মিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার পর রবিন মিয়া আত্মগোপনে চলে যায়। প্রযুক্তির মাধ্যমে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ও র্যাব-১০ ঢাকার যৌথ অভিযানে লালবাগ এলাকা থেকে বুধবার রাতে অভিযুক্ত আসামি রবিনকে গ্রেপ্তার করেন। আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে র্যাব ওই ধর্ষক রবিনকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।