# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রায় ৫৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার কমিউনিটি কর্মী মুর্শিদা বেগম অ্যানি ও সহকারী কর আদায়কারী শ্যামলী বেগম এর বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক’কে তদন্ত কমিটির প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও দীর্ঘ দুই বছরে মামলা দায়ের বা কোন আইনগত পদক্ষেপ না নেওয়ায় সরকারি এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে অনিশ্চয়তায় ঝুলে আছে। ফলে প্রশ্ন উঠেছে-কর্মচারীদের পাশাপাশি পৌর কর্তৃপক্ষেরও গাফিলতিই এ অবস্থার জন্য দায়ী?
অভিযুক্ত মুর্শিদা বেগম অ্যানি ভৈরব বাজারের রাণীর বাজার শাহী মসজিদ সংলগ্ন মৃত মো. লায়েছ মিয়ার কন্যা। তিনি ভৈরব পৌরসভা কমিউনিটি কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া অপর আরেকজন শ্যামলী বেগম ভৈরবপুর দক্ষিণপাড়ার আব্দুর রহমান গেইট এলাকার মৃত আব্দুল মজিদের কন্যা। তিনি ভৈরব পৌরসভার সহকারী কর আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ২০০৬ সাল থেকে অদ্যাবদি পর্যন্ত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন সেক্টর প্রকল্প ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু হয়।
শুরু থেকেই এই কর্মসূচিতে দরিদ্র মানুষের জন্য ঋণ বিতরণ, কিস্তি আদায় ও সঞ্চয়ের টাকা নির্ধারিত ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম সঠিক পরিচালনা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে, তৎকালীন ভৈরব পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ও পৌর সচিব দুলাল উদ্দিন এর সময়কালে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের এই চার বছরে পৌরসভার দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির ৭২ লক্ষ ৮৬ হাজার ২৫৯ টাকা আত্মসাৎ করেন এই দুই নারী কমিউনিটি কর্মী মুর্শিদা বেগম অ্যানি ও সহকারী কর আদায়কারী শ্যামলী বেগম।
এর মধ্যে কমিউনিটি কর্মী মুর্শিদা বেগম অ্যানি ৪৯ লক্ষ ৯৩ হাজার ১৭৯ টাকা ৫০ পয়সা এবং তার আরেক সহকর্মী সহকারী কর আদায়কারী শ্যামলী বেগম ২২ লক্ষ ৯৩ হাজার ৭৯ টাকা ৫০ পয়সা আত্মসাৎ করেন।
পরবর্তীতে ভৈরব পৌরসভার মেয়র হিসেবে ইফতেখার হোসেন বেনু দায়িত্বে আসলে তিনি দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির আয় ব্যায়ের হিসাব দেখলে এর মধ্যে গড়মিল দেখতে পান।
পরে মেয়র ইফতেখার হোসেন বেনু ২০২২ সালের ডিসেম্বর মাসে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক’কে তদন্ত কমিটির প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিও ওই দুই নারীর টাকা আত্মসাতের প্রমাণ পাই। তদন্তে আত্মসাৎ প্রমাণিত হলে নোটিশ জারি করে মুর্শিদা বেগম অ্যানি ও শ্যামলী বেগম’কে সাময়িক বরখাস্ত করেন পৌর কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্তের মধ্যে অভিযুক্তরা পৌর কর্তৃপক্ষকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয়। তখন মুর্শিদা বেগম অ্যানি আত্মসাতের ৪৯ লক্ষ ৯৩ হাজার ১৭৯ টাকা ৫০ পয়সা থেকে ৮ লক্ষ ২০ হাজার ৮০ টাকা এবং শ্যামলী বেগম ২২ লক্ষ ৯৩ হাজার ৭৯ টাকা ৫০ পয়সা থেকে ৭ লক্ষ টাকা দুইজন মিলে মোট ১৫ লক্ষ ২০ হাজার ৮০ টাকা পৌরসভায় ফেরত দেই। এরপর বাকি ৫৭ লক্ষ ৬৬ হাজার ১৭৯ টাকা ফেরত না দেওয়ায় বারবার পৌরসভার পক্ষ থেকে চিঠি পাঠানো হলেও তাতে তাদের আর কোনো সাড়া মেলেনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কমিউনিটি কর্মী মুর্শিদা বেগম অ্যানি’কে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।
এছাড়া আরেক অভিযুক্ত সহকারী কর আদায়কারী শ্যামলী বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি গ্রাহকদের থেকে যে টাকা তুলেছি সব টাকাই পৌরসভায় জমা দিয়েছি। অনেক সময় গ্রাহকরা টাকা জমা দেই নাই বা সঞ্চয়ের টাকা হিসেবের খাতায় উঠে নাই। যার কারণে টাকার হিসাবটা অমিল হয়।
কিন্তু পৌর কর্তৃপক্ষ আমার উপর ২২ লক্ষ টাকা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা সঠিক নয়। আমার হিসেবে ১০ লক্ষ ৬৭ হাজার টাকা হিসেব মিল না থাকায় এই টাকার দায়িত্ব আমার কাধে নিতে হয়েছে। এরই মধ্যে আমি ৭ লক্ষ টাকা পৌরসভায় ফেরতও দিয়েছি। আমার মতে আমার কাছে পৌরসভার আর মাত্র ৩ লক্ষ ৬৭ হাজার টাকা পাবে। আমি তদন্তের মাধ্যমে এর সঠিক সমাধান চাই।
এ বিষয়ে ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক বলেন, ২০০৬ সাল থেকে অদ্যাবধি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন সেক্টর প্রকল্প ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই প্যাকেজ-১ এর এই কর্মসূচিতে দরিদ্র মানুষের জন্য ঋণ বিতরণ, কিস্তি আদায় ও সঞ্চয়ের টাকা নির্ধারিত ব্যাংকে জমা দেওয়ার দায়িত্বে ছিলেন পৌরসভার দুই নারী কর্মী মুর্শিদা বেগম অ্যানি ও শ্যামলী বেগম। আর এটি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন তৎকালীন বস্তি উন্নয়ন কর্মকর্তা। কিন্তু ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই দুই নারী কর্মী এই টাকা ব্যাংকে জমা না করে নিজেরা আত্মসাৎ করে। পরে তদন্তে তা প্রমাণিত হলে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়। তখন তারা কিছু টাকা পৌরসভায় ফেরতও দেই। কিন্তু বাকি আরো অধিকাংশ টাকা এখনো রয়ে গেছে। তাদের একাধিকবার নোটিশ করা হয়েছে কিন্তু তাদের কোনো সারা নেই। বর্তমানে এই টাকা উদ্ধারে পৌরসভার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত অডিট ও কার্যকর তদারকি থাকলে এত বিপুল অর্থ আত্মসাৎ করা সম্ভব হতো না। তাদের মতে, কর্তৃপক্ষ শুধু নোটিশ জারির মধ্যেই দায় সেরেছেন।