# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি ও যাত্রা শিল্পী মোনায়েম হোসেন রতন মারা গেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। তিনি শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের দামুয়ারবাড়ি এলাকার বাড়িতে মারা গেছেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। রোববার দুপুরে এলাকার পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সংগঠনের সভাপতি শহীদুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল শোক প্রকাশ করেছেন।