# নিজস্ব প্রতিবেদক :-
হেমন্তের মিষ্টি বিকেলে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন টেবিলে সাজানো হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের বাহক বাহারী নকশি পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, ভর্তা পিঠাসহ পায়েস, কেক ও বিভিন্ন ধরণের লাড্ডু-মণ্ডা-নাড়ু। এ যেন গ্রাম বাংলার কোন এক মেলার আয়োজন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মিলনমেলায় পূর্ণ হয়ে উঠেছিল ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখার প্রাঙ্গণ। ভৈরব উদয়ন স্কুল নিজস্ব উদ্যোগে প্রতিবছর আয়োজন করে থাকে “হেমন্ত উৎসব”। ভৈরব উপজেলায় একমাত্র ভৈরব উদয়ন স্কুলই এককভাবে, নিজস্ব আয়োজনে এই হেমন্ত উৎসব আয়োজন করে থাকে। তারই ধারাবহিকতায় ৯ নভেম্বর রোববার বিকাল ৩টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন কাজল উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পৌরসভার ৩ এবং ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জলি বদন তৈয়বা, ভৈরব উদয়ন স্কুলের পরিচালক বিশিষ্ট অভিনেতা ও লেখক মো. মতিউর রহমান সাগর, কমলপুর মোজাফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপি, ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখার প্রশাসনিক সমন্বয়কারী বিশিষ্ট সংস্কৃতি কর্মী নজরুল ইসলাম মানিক। উৎসবের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখার প্রাথমিক বিভাগের ইনচার্জ নাসরিন সুলতানা ইলমা, মাধ্যমিক শাখা ইনচার্জ মো. শাহ আলম।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, স্কুলের মাধ্যমিক শাখা সিনিয়র শিক্ষক শামীমা পারভীন। আয়োজনকারী শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে জানান, “বাংলার ঐতিহ্য উৎসব, পিঠা-পুলি, পায়েস এসবের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়াই এই উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মতিউর রহমান সাগর জানান, আমরা পরিচালকগণ গত ৩ বছর যাবত এই উৎসবটির আয়োজনটি করে আসছি। পাঠ্য বইয়ে বিভিন্ন উৎসব পবানের কথা বলা আছে। শিক্ষকরা তাদের লেকচারে সেই উৎসবের বর্ণনা শিক্ষার্থীদের দিয়ে থাকেন। বিভিন্ন সীমাবদ্ধতার জন্য তা বাস্তবে উপস্থাপনের সুযোগ হয়ে উঠে না। আমরা ভৈরব উদয়ন স্কুল নিজস্ব আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে এই আয়োজনটি আমরা করে থাকি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যখন বাস্তবে বিষয়টির সাথে পরিচয় হবে তাহলে তাদের মনের মধ্যে বাংলার ঐতিহ্যকে ধারণ ও লালন করতে পারবে। আমরা প্রতিবছর এই আয়োজনটির ধারাবাহিকতা বজায় রাখবো। আয়োজনটি অভিভাবকদের মাঝেও ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।