# নিজস্ব প্রতিবেদক :-
৯ নভেম্বর রোববার ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে ২০২৫” আয়োজন করা হয়। “এমপাওয়ারিং পাবলিক স্পিকিং” শ্লোগানকে সামনে রেখে এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নিজেকে জনসম্মুখে প্রেজেন্ট করা তথা পাবলিক স্পিকিংয়ে দক্ষ করে গড়ে তোলা, যেন ভবিষ্যৎ শিক্ষা জীবনে সে সময়ের সাথে এক কদম এগিয়ে থাকে। শিক্ষার্থীদের প্রেজেন্টেশনের মূল বিষয় ছিল “মানসম্মত শিক্ষা বাস্তবায়নে বাধা ও শিক্ষার্থীদের করণীয়”। বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। পাঠ্যবইয়ের গদবাধা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে শিক্ষার্থীরা গ্রুপ ওয়ার্ক করে তা এককভাবে মঞ্চে প্রেজেন্ট করে। বিষয়টির উপর ৪টি দলে মোট ২৮ জন বাংলায় এবং ১টি দলে মোট ৭ জন ইংরেজিতে উপস্থাপন করেন। শুরুতে উদ্বোধনী আলোচনায় বিদ্যালয়ের মাধ্যমিক শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক প্রান্ত বর্মনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, নিউটাউন শাখার একাডেমিক ইনচার্জ আফসানা মিমি,
ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখার প্রশাসনিক সমন্বয়কারী নজরুল ইসলাম মানিক, ভৈরব উদয়ন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগর। এসময় বিশেষ অতিথি হিসাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও প্রেরণামূলক বক্তব্য প্রদান করে প্লোবাল এলায়েন্স পাবলিক স্পিকিং ট্রেইনার মশুয়া এম. সরকার।
আয়োজনকারীরা জানান, আমরা যখন কোথাও কোন বিষয়ভিত্তিক উপস্থাপনের আয়োজন করে থাকি, তখন চেষ্টা করি তুলনামূলক যারা ভালো করে তাদের মাধ্যমেই বিষয়টি তুলে ধরতে। এতে করে যারা পিছনে থাকে তারা আরো বেশি পিছনেই পরে থাকে। তাই আমরা এই আয়োজনটি করছি এবং এখানে সকল শিক্ষার্থীই কোন না কোন টপিকে মঞ্চে আলোচনা করছে। আমরা মনে করি, এতে তাঁর আত্মবিশ্বাসের ক্ষেত্রটি প্রসারিত হবে এবং তারা বিশ্বাস করবে যে, “আমিও পারি”। উদ্বোধনী পর্বে আলোচনার পর ৫টি দল আলাদা আলাদাভাবে তাদের বিষয়গুলো উপস্থাপন করেন। এসময় অভিভাবকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।