• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবের সাবেক কমিশনার ও বায়ান্নের ভাষা সৈনিক জহিরুল হকের ইন্তেকাল

# এম.আর রুবেল :-
সাপ্তাহিক দিনের গান পত্রিকার প্রধান সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদের পিতা ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক কমিশনার ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৬ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুম জহিরুল হক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী ও ভৈরবের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ভৈরব পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকাবাসীর আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুম্মা ভৈরব সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুর সংবাদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *