# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি নেতা রুহুল আমীনের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন বাদরুল মনির নামের এক যুবক। বাদরুল মনির কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী গ্রামের জামায়াত নেতা পল্লী চিকিৎসক বেলায়েত হোসেনের ছেলে এবং বিবাহিত।
এলাকাবাসী জানায়, সেবা মেডিসিন কর্ণার মরিচখালী বাজারে বাদরুল মনিরের ফার্মেসীতে চিকিৎসা নেওয়ার সুযোগে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। সবশেষে ৯ নভেম্বর রোববার বিকালে এ ঘটনায় ভুক্তিভোগী নারীকে নিয়ে পালিয়ে বাদরুল মনির আত্নগোপন করেন। রুহুল আমিনের বাড়ি সুলতাননগর গ্রামে।
রুহুল আমিন বলেন, করিমগঞ্জ থানায় এ ঘটনায় বাদরুল মনিরের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। আমার দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।