# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের বিশিষ্ট পত্রিকা ব্যবসায়ী পত্রিকা ঘরের স্বত্ত্বাধিকারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ সাদেক মুকুলের বাবা সাবেক পৌর কমিশনার আব্দুস সোবহানের আজ ৯ অক্টোবর ২৮তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৭ সালের ৯ অক্টোবর স্ত্রী, ৬ ছেলে ও দুই মেয়ে রেখে ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তিনি সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শোলাকিয়া ঈদগা পরিচালনা কমিটির সদস্য ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। আজ বাদ আসর চর শোলাকিয়ার আব্দুর রাজ্জাক জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ পড়াবেন খতিব মাওলানা আব্দুল হালিম। মরহুমের স্ত্রী ফাতেমা সোবহান ও ছেলে এমএ সাদেক মুকুল সকল সুহৃদ ও ধর্মপ্রাণ মুসলিদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।