# নিজস্ব প্রতিবেদক :-
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মেহেদী মোরসালিনের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও হামলাকারীর গ্রেপ্তার দাবিতে কিশোরগঞ্জে কৃষি কর্মকর্তা-কর্মচারীগণ এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচী পালন করেছেন। কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের আহবানে দেশব্যাপী তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করে সবাই শহরের খামারবাড়ি চত্বরে অবস্থান গ্রহণ করে বসে থাকেন। কর্মসূচীতে নেতৃত্ব দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান।
আজ বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একই স্থানে অবস্থান কর্মসূচী ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পুনরায় কলম বিরতি কর্মসূচী পালন করা হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।