# এম.আর রুবেল :-
বাড়ি থেকে থানার দূরত্ব ২০০ মিটার। থানা সীমানা প্রাচীরের পশ্চিম পাশে খাবার হোটেল কাবজাব। ৯ নভেম্বর রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হোটেলে খেয়ে বাসায় ফেরার পথে থানা সংলগ্ন মাতৃকা হাসপাতালের সামনে ছিনতাইকারীরা আক্রমণ করে সাংবাদিক এম আর ওয়াসিমকে।
তিনি গ্রামীণ দর্পণ পত্রিকার ভৈরব প্রতিনিধি। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ভৈরব শহরের কমলপুর করবস্থান রোড এলাকায় তাঁর বাড়ি।
ভুক্তভোগী সাংবাদিক এম.আর ওয়াসিম জানান, রাতে প্রচণ্ড খিদে লাগায় তিনি পাশ্ববর্তী কাবজাব হোটেল গিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে মাতৃকা হাসপাতালের সামনে তিন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সাথে থাকা দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তিনি ছিনতাইকারীদের অনুনয়-বিনয় করে সাথে থাকা ১৫ হাজার টাকার বিনিময়ে মোবাইল দুটি ফেরত চান। অনেকক্ষণ আকুতি ও অনুরোধের পর তারা ফোন দুটি ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। আল্লাহর রহমত টাকা নিয়ে গেলেও শারিরীক কোন আঘাত করেনি।
তিনি আরও বলেন, ভৈরব থানার পাশে এই ধরনের ঘটনা ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক। পুলিশি টহল না থাকায় ভৈরবে চুরি ও ছিনতাই উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের সম্পাদক সোহেল সাশ্রু সাংবাদিক এম.আর ওয়াসিম ছিনতাইকারীদের কবলে পড়ে টাকা খোয়ায় তীব্র নিন্দা জানান। সেই সাথে ভৈরব আইন শৃঙ্খলাবাহিনীকে অনুরোধ জানান, ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন।