# নিজস্ব প্রতিবেদক :-
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটবোন মিঠামইন উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আছিয়া আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকার বানানীতে ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর দেবর সুপ্রীম কোর্টের আইনজীবী ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আছিয়া আলম মিঠামইন উপজেলা পরিষদে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর আছিয়া আলমকে মিঠামইনের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।