# মিলাদ হোসেন অপু ও ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক কমিশনার ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হক জরু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
১০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে ভৈরব পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। হাইস্কুল মাঠে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি ধর্মীয় ভাবগাম্ভির্যের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। নামাজে জানাজায় বিপুল সংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন। এ সময় হাইস্কুল মাঠটি মুসুল্লিদের সমাগমে পরিপূর্ণ হয়ে উঠে।
মৃত্যুকালে ভৈরবে ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হক জরু মিয়ার বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৬ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আলহাজ্ব জহিরুল হক জরু মিয়া একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও ভৈরবের বিশিষ্ট সমাজসেবক হওয়ায় নামাজে জানাজায় অংশগ্রহণ করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি। এ সময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।
এছাড়া নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমানসহ ভৈরব প্রেসক্লাব এর সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, হাজী আসমত কলেজ এর সাবেক অধ্যক্ষ আব্দুল বাসেদ প্রমুখ।
পরিবারের পক্ষ থেকে মরহুমের সন্তান ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ উপস্থিত মুসল্লীদের কাছে বিগত দিনের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করে পিতার জন্য দোয়া কামনা করেন।
জানা যায়, মরহুম জহিরুল হক জরু মিয়া ছিলেন একজন ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী ও ভৈরবের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ভৈরব পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকাবাসীর আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ১০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা ভৈরব সরকারি কাদির বকস্ মডেল হাইস্কুল মাঠে নামাজে জানাজায় বিপুল সংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন। এ সময় হাইস্কুল মাঠটি মুসুল্লিদের সমাগমে পরিপূর্ণ হয়ে উঠে।
মরহুম জহিরুল হক জরু মিয়ার মৃত্যুতে আমিনুল বারীর শুভ্র’র তাঁর ভেরিফাই ফেসবুকে লিখেছেন, ভৈরবের রাজনৈতিক ইতিহাসে জহিরুল হক জরু কাকা ছিলেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক পরিভ্রমণ যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরত্বপূর্ণ পাঠ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করে আজ তিনি চিরপ্রয়াণে অনন্তের পথে যাত্রা করেছেন। এই ভূখণ্ডের প্রতিটি ঐতিহাসিক আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তিনি ছিলেন ভৈরবের অসাধারণ এক সংগঠক, যিনি স্থানীয় রাজনীতিকে জাতীয় ধারার সঙ্গে যুক্ত করেছিলেন। আসাম থেকে সিলেট বিভক্ত আন্দোলন, ভাষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের বামপন্থীদের নেতৃত্বে ঢাকার কাছে সর্ববৃহৎ শিবপুর মুক্তাঞ্চল গঠন, প্রতিটি ঐতিহাসিক পর্বে জহিরুল হক (জরু মিয়া) মেম্বার ছিলেন ভৈরবের অন্যতম সংগঠক ও নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব।
১৯৫০ সালে চকবাজার জামে মসজিদে মাওলানা ভাসানীর নেতৃত্বে ভৈরবে আওয়ামী লীগের কমিটি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন জহিরুল হক (জুরু মেম্বার) ও আবু বকর সিদ্দিক (পরবর্তীতে এমপি)। সে সময়ের আওয়ামী লীগের একই কমিটিতে ছিলেন আবু সাইদ ও আমার বাবা হুমায়ূন বারী। অধ্যক্ষ আব্দুল মতিন এবং আমার বাবা ছাত্রজীবনে নিষিদ্ধ কমিউনিস্ট রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। অধ্যক্ষ আব্দুল মতিন বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মে এবং আমার বাবা ভাসানীর নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরে কমিউনিস্ট রাজনীতি কাজ শুরু করেন। এরা সবাই ছিলেন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। সিদ্দিক কাকা ও জরু কাকা তখন ভৈরবের আওয়ামী লীগের মূল সংগঠক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে মাওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের মাধ্যমে জরু কাকা, মতিন ভাই ও আমার বাবা ন্যাপ-এ (NAP) যোগ দেন এবং ভাসানীর নেতৃত্বে প্রগতিশীল রাজনীতির ধারা অব্যাহত রাখেন। আবু বকর সিদ্দিক হাল ধরেন ভৈরব আওয়ামী লীগের। জহিরুল হক জরু মেম্বার ভাসানীর মৃত্যুর পর তিনি মশিউর রহমান যাদু মিয়ার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)তে যোগ দেন এবং ভৈরবে বিএনপির রাজনীতির প্রধান সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ইতিহাসের এই দীর্ঘ পরিভ্রমণে তাঁর ব্যক্তিগত যাত্রা ভৈরবের রাজনীতি ও বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পাঠ হিসাবে বিবেচিত হবে।
জহিরুল হক জরু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শোক প্রকাশ করে স্ট্যাটাস দেন।