# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পরিচিত মুখ, রাজনীতিক ও শিক্ষানুরাগী মাহবুবুল আলম ভূঁইয়া জালাল (৭২) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ১৭ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, তিন ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে।
মাহবুবুল আলম জালাল আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য ছিলেন। তার পরিবার ঢাকার বনশ্রী এলাকায় বাস করেন। সেখানে শুক্রবার রাতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শৈশব থেকে যৌবন পর্যন্ত তার জীবনের একটি বড় সময় কেটেছে কিশোরগঞ্জ শহরে। অত্যন্ত বন্ধুবৎসল প্রাণোচ্ছ্বল মানুষ ছিলেন তিনি। বাবা-মাসহ সপরিবারে থাকতেন গৌরাঙ্গবাজার এলাকায়। আজ শনিবার বাদ জোহর কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় ও নিজ গ্রাম হোসেনপুর উপজেলার সাহেদল গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।