• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবকে জেলার দাবিতে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই লেখা পতাকা সংযুক্ত কর্মসূচি পালন করেছে ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের সদস্যরা আজ সোমবার বিকালে পৌর শহিদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের সদস্য জাহিদুল ইসলাম হৃদয়, মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন, মঈনুদ্দিন চিশতি পরাগ, রিয়াজ উদ্দিন, জিহাদুল ইসলাম রাতুল প্রমুখ।
এ সময় জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের সদস্য জাহিদুল ইসলাম হৃদয় বলেন, ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলন ভৈরববাসীর প্রাণের দাবি। জেলার দাবিতে আন্দোলন কখনো থেমে যায়নি এবং থেমে থাকবে না। এটি ভৈরববাসীর অধিকার ও প্রাণের দাবি এবং আমাদের অস্তিত্বের দাবি। আজকের কর্মসূচির অংশ হিসেবে আমরা যতটুকু সম্ভব প্রতিটি যানবাহনের সামনে “ভৈরব জেলা বাস্তবায়ন চাই” পতাকা সংযুক্ত করেছি। জেলার দাবি আজ ভৈরব শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ছে। চালক ভাইয়েরা আজ নিজেদের কর্মস্থল থেকেই আন্দোলনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তারা হয়তো রাজপথে এসে একসাথে থাকতে পারছেন না কিন্তু তাদের প্রতিটি চলাচলই আজ “ভৈরব জেলা বাস্তবায়ন চাই” দাবির বহিঃপ্রকাশ।
এ সময় জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের সদস্য মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, আমরা কিছুদিনের জন্য বিরতি দিয়ে আবারও ভৈরব জেলার দাবিতে আন্দোলন শুরু করেছি। তবে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে করছি। সরকার আমাদের দাবি মেনে না নিলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাবো।
জানা যায়, ভৈরবকে ৬৫তম জেলার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করে ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের সদস্যরা। ২৬, ২৭ ও ২৮ অক্টোবর তিনদিন সড়ক, রেল ও নৌপথ ব্লকেড কর্মসূচি পালন করে ভৈরবের সর্বস্তরের জনতা। ২৬ অক্টোবর মহাসড়কে ২ ঘণ্টার অবরোধ শান্তিপূর্ণ হলেও ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ব্লকেড কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ওইদিন ১০টা ২৫ মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আন্তঃনগর ননস্টপ উপকূল এক্সপ্রেস ট্রেন আটক করে কঠোর অবরোধ গড়ে তুলে। দীর্ঘ ১ ঘণ্টা ১০ মিনিট আটক থাকার পর আন্দোলনকারীদের পরামর্শে ট্রেন হুইসেল দিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ট্রেনে পাথর নিক্ষেপ করে। পরে ১টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনে ভাঙচুর হলে এতে সরকারি সম্পদ নষ্ট হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ ওইদিন রাতে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর ভাঙচুরে সম্পৃক্ত থাকায় ৪ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। এরপর থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন জেলা আন্দোলনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *