# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে দরিদ্র মানুষের চিকিৎসায় বাসদ (মার্ক্সবাদী) ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে। আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নের লাউতলি বাজারে দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়। দলের হেলথ সার্ভিস ফোরামের কেন্দ্রীয় সংগঠক ডা. জয়দ্বীপ ভট্টাচার্য ও অজিত দাস চিকিৎসা সেবায় অংশ নেন। এসময় দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া, জেলা কমিটির সদস্য জমির উদ্দিন, মারফত আলী, সোহরাব মিয়া প্রমুখ।