# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৯ বছর পর ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এর আগে ২০১৬ সালের ২২ নভেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নানা রকম শর্তের বেড়াজালে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে কেন্দ্রীয় কমিটি থেকে শরীফুল আলমকে সভাপতি ও মাজহারল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। ২০ সেপ্টেম্বর জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন। এবারও প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাউন্সিলর থাকবেন দুই হাজার ১০৭ জন।
সম্মেলন উপলক্ষে দলের কেন্দ্র থেকে ৭ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। দলীয় প্যাডে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ৯ সেপ্টেম্বরের স্বাক্ষরে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমানকে। সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ হলেন জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট মনসুরুল হক আলম, পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এএসএম আজিজুর রহমান ভূঁইয়া, ডা. মো. ইমরান হাসান রকি ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। একজন সহকারী নির্বাচন কমিশনার জানিয়েছেন, সম্মেলনে দুই হাজার ১০৭ জন কাউন্সিলর থাকবেন। তবে সেই সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে শুক্রবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে।