# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে এক সঙ্গে তিন সন্তানের জননী হয়েছেন সৌদী প্রবাসীর স্ত্রী জোনাকি বেগম (১৮)। তিন সন্তানের মধ্যে দুইজন পুত্র সন্তান ও একজন কন্যা সন্তান। ৩১ আগস্ট রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব পৌর শহরের উত্তর পাড়া স্টেডিয়াম সংলগ্ন ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের সফল অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জোনাকি বেগম জেলার পাকুন্দিয়া উপজেলা বাহাদিয়া মনতালা গ্রামের সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী। এছাড়া জানাকি বেগম ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পাড়াতলা গ্রামের বাউল বাড়ির তাহের উদ্দিনের মেয়ে। জোনাকি বেগম ও সোহাগ মিয়া দম্পতির এটির তাদের প্রথম সন্তান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বুধবার জোনাকি বেগম প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সে শারীরিক অসুস্থ থাকায় ৪ দিন অবজারভেশনে রেখে ৩১ আগস্ট রোববার বিকাল সাড়ে ৬টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি বাচ্চা প্রসব করা হয়। এর আগে জোনাকি বেগম এর সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
তিন নাতি-নাতনী পেয়ে অনেক খুশি হয়েছেন দাদা সবুজ ভূঁইয়া। তিনি আদর করে তিন নবজাতকের নাম রাখেন সিফাত আহমেদ, সাজ্জাদ আহমেদ ও মোছা. ওমাইরা আক্তার। এসময় তিনি বলেন, আমার ছেলে সৌদী আরবে আছে। আমার তিন নাতি-নাতনীকে দেখলে সে অনেক খুশি হতো। দেড় বছর আগে ছেলেকে বিয়ে করাই। কয়েকদিন আগে ছেলে সৌদী আরবে গেছে। তিন নাতি-নাতনী পেয়ে আমার পুরো পরিবার খুশি। আমার নাতিদের জন্য সবাই দোয়া করবেন।
আবেগাপ্লুত হয়ে জোনাকির ফুফু রাবিয়া খাতুন বলেন, আমি ভাবতেও পারিনি তিনটা সন্তান হবে। যখন একে একে ডাক্তার-নার্সরা দুইটি ছেলে এবং একটি মেয়ে আমাদের কোলে তুলে দেয়, তখন আমাদের চোখে পানি চলে আসে। আমাদের পরিবারে এর চেয়ে বড় খুশির দিন আর হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন সবাই সুস্থ ও ভালো থাকে।
ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের ডা. ফরহাদ আহমেদ বলেন, জোনাকি বেগম আমাদের হাসপাতালে আসার আগে শ্বাসকষ্টজনিত কারণে ঢাকায় হাসপাতালে ভর্তি ছিল। পরে আমাদের সেবার মান ভাল বলে আমাদের কাছে আসে। আমরা প্রয়োজনীয় পরীক্ষা করি এবং তিনটি বাচ্চা সুস্থ রাখার বিষয়টি নিশ্চিত হই। সময়ের আগে অপারেশন আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। বাচ্চাগুলোর বয়স ছিল আট মাস ১ সপ্তাহ। তিনদিন অভজারবেশনে রেখে পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সফলভাবে তিন নবজাতককে বের করি। আমরা শিশুদের কথা চিন্তা করেই ভৈরবে ঢাকার আদলে হাসপাতালটি সাজিয়েছি। আমরা ভৈরববাসীর সহযোগিতা পেলে চিকিৎসা সেবার মান বাড়িয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা যোগ করতে চাই। চিকিৎসা নিতে যেন কাউকে ঢাকায় যেতে না হয়।