# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ভৈরব সরকারি কাদির বক্স পালইট মডেল হাইস্কুলে এ নসাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এ সাধারণ সভার আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি)।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, চেম্বার সদস্য ও ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন ও সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে থাকবে কোরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, বিগত সভার প্রস্তাব পাঠ ও অনুমোদন, ২০২৪-২৫ অর্থ বছরের বাৎসরিক নিরীক্ষিত অডিট রিপোর্ট আলোচনা ও অনুমোদন, সম্মানিত চেম্বার সদস্যবৃন্দদের সাধারণ আলোচনা ও উন্নয়ন প্রস্তাব, চেম্বারের সকল সম্মানিত সদস্যদের সম্মানে সম্মাননা স্মারক প্রদান ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ বলেন, আমরা ইতিমধ্যে বার্ষিক সাধারণ সভার সকল প্রস্তুত সম্পন্ন করেছি। চেম্বারের সম্মানিত সদস্যদের কাছে দাওয়াত কার্ড পৌঁছে দিয়েছি। যারা পাননি তাদের খুব শীঘ্রই দাওয়াত কার্ড পৌঁছিয়ে দেয়া হবে। এটি কোন উন্নুক্ত অনুষ্ঠান নয়। শুধু আমন্ত্রিত অতিথি ও চেম্বারের সদস্যদের জন্যই এ অনুষ্ঠান। আমি আশা করছি যারা এখনও সদস্যপদ নবায়ন করেননি তারা খুব শীঘ্রই সদস্যপদ নবায়ন করে ফেলবেন এবং যারা সদস্য আছেন তারা সবাই অনুষ্ঠানে যোগ দিবেন ও অনুষ্ঠান উপভোগ করবেন।