• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত

# আফসার হোসেন তূর্জা :-
কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখায় জনতা ব্যাংক পিএলসির কৃষিঋণ বিতরণে এক ভয়াবহ জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। স্থানীয় কৃষকদের অজ্ঞাতসারে তাদের নামে ভুয়া কৃষিঋণ অনুমোদন ও বিতরণের মাধ্যমে আত্মসাৎ হয়েছে প্রায় ৮১ লক্ষ টাকা। এ ঘটনায় তৎকালীন শাখা ম্যানেজার তুলিপ কুমার সাহা ও মাঠকর্মী রবীন্দ্র চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
ঘটনাটি প্রকাশ্যে আসে চলতি বছরের জুলাই মাসে। ঋণ দেয়ার ঘটনাটি ঘটেছে ২০২১ সালের ২৫ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এসময়ে ব্যাংক শাখার ম্যানেজার ছিলেন তুলিপ কুমার সাহা এবং ঋণ বিতরণের মাঠ পর্যায়ের দায়িত্বে ছিলেন ব্যাংকের রবিন্দ্র চন্দ্র সরকার। তবে ঘটনাটি ধরা পড়ে গত জুলাই মাসে। এরপরই ব্যাংক কর্তৃপক্ষ শাখা ম্যানেজার তুলিপ কুমার সাহা ও ব্যাংকের মাঠ কর্মী রবিন্দ্র চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করে। ঋণ জালিয়াতির ঘটনাটি ঘটেছে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বাঘাইকান্দি ও তুলাকান্দি গ্রামে। এই দুটি গ্রামের ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও জনতা ব্যাংক পিএলসি ভৈরব বাজার শাখা থেকে গত ১২ আগস্ট ঋণ পরিশোধের নোটিশ পেয়েছেন। তাঁরা নোটিশ পাওয়ার পরই জালিয়াতির ঘটনাটি ধরা পরে। তারপর এলাকায় তোলপাড় শুরু হয়।
জানা যায়, জনতা ব্যাংক ভৈরব বাজার শাখার ব্যাংক ম্যানেজার তুলিপ কুমার সাহা কর্মরত অবস্থায় ভৈরব উপজেলার দুটি গ্রাম বাঘাইকান্দি ও তুলাকান্দি গ্রামে ১২৬ জন কৃষককে কৃষি ঋণ প্রদান করেন কয়েক কোটি টাকা। তার মধ্যে ২৬ জন কৃষক কোনদিন ব্যাংকে এসে ঋণের আবেদনই করেননি এবং ৩৭ জন কৃষক ব্যাংকে এসে জাতীয় আইডি কার্ড ও ছবি দিয়ে আবেদন করে ১ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এই ৩৭ জনকে বলা হয়েছিল করোনার জন্য প্রণোদনার টাকা দেয়া হয়েছে তাদের।
এখানে উল্লেখ্য, ম্যানেজার তুলিপ কুমার সাহা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনতা ব্যাংকে কর্মরত অবস্থায় প্রায় দেড়কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা ঘটিয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। এঘটনাটিরও তদন্ত হচ্ছে।
এ বিষয়ে অবগত হয়ে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে উপ মহা-ব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) স্বাক্ষরিত ময়মনসিংহের আঞ্চলিক কার্যালয়ে একটি পত্র দিয়ে (স্মারক নং- জেবি/আসাব উদ্দিন/ভৈরব বাজার/শস্য ঋণ/জাল-জালিয়াতি-২০২৪) বিষয়টি অধিকতর তদন্তের নির্দেশ দেয়া হয়। পত্রটিতে পুরা ঘটনা উল্লেখ করা হয়। পত্রে বলা হয় ১৩০ জন কৃষকের ঋণের মধ্যে ৮১ লক্ষ ১৩ হাজার ৯৪০ টাকা জালিয়াতি করার বিষয়ে অধিকতর তদন্ত করতে।
ভুক্তভোগীদের দাবি, কোন প্রকার ঋণ গ্রহন না করেও সুদসহ ঋণ পরিশোধের নোটিশ পেয়ে আমরা হতবাক। আমরা ইদানিং নোটিশ পাওয়ার পর শাখা ম্যানেজারের নিকট লিখিত আবেদন করে জানিয়েছি আমরা ব্যাংকের এই শাখা থেকে কোন প্রকার ঋণ গ্রহন করিনি।
কৃষক সুজন মিয়া বলেন, ব্যাংক থেকে আমি কখনো ঋণ নিইনি। অথচ আমার নামে ২০ হাজার টাকা ঋণ দেখিয়ে সুদসহ ৩৪ হাজার ৯৫০ টাকা চাইছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কৃষক আক্কাছ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নামে ৬০ হাজার টাকার ঋণ দেখানো হয়েছে। এখন সুদসহ দিতে হবে ৮৭ হাজার টাকা। আমরা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব?
স্থানীয় আরেক কৃষক সেলিম মিয়া জানান, করোনার সময় দালাল আমার আইডি কার্ডের ছবি নেয়, পরে ৩ হাজার টাকা দেয়। এখন দেখছি ৮৩ হাজার টাকার ঋণ আমার নামে। এটা প্রতারণা ছাড়া কিছু নয়।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ব্যাংক ম্যানেজার তুলিপ কুমার সাহা’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, বর্তমানে তিনি অডিটের আণ্ডারে আছেন। যা কিছু বলবেন ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। তিনি এই বিষয়ে কোনো কথা বলবেন না।
এছাড়া জনতা ব্যাংক ভৈরব বাজার শাখার বর্তমান ম্যানেজার মো. আশরাফ উদ্দিনও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
জনতা ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফারজানা খালেক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনাটি স্বীকার করে বলেন, এই বিষয়ে হেড অফিসে রিপোর্ট পাঠিয়েছি। হেড অফিসের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে তারা বিষয়টি অধিকতর তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *