# রাজীবুল হাসান :-
উন্নতমানের চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে ভৈরব পৌর শহরে এই প্রথম অত্যাধুনিক মানের সিটিস্ক্যান, ডায়ালাইসিস, রক্ত ও লিভার ফাংশন পরীক্ষার অটোমেটিক মেশিনসহ আধুনিক মানের সকল সরঞ্জাম নিয়ে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটালের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটালের আয়োজনে ভৈরবে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ডা. এ.জেড.এম ফরহাদ আহমেদ, হসপিটালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইসরাত জাহান।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, দৈনিক ইত্তেফাক এটিএন বাংলা ও এটিএন নিউজ ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান, দৈনিক প্রথম আলো ভৈরব অফিস নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি আখতারুজ্জামান, দৈনিক নয়া শতাব্দীর ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল, নিউজ ২১ টিভির ভৈরব প্রতিনিধি জ.ই পরশ, আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, বিজয় টিভি ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সময় টিভি ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান, বাংলা টিভি ভৈরব প্রতিনিধি এম.আর সোহেল, দৈনিক খবরপত্র ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ, জিটিভি ভৈরব প্রতিনিধি এমএ হালিম, এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব মো. সজীব আহমেদ, কালবেলা ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ, একাত্তর টিভি ভৈরব প্রতিনিধি মো. আল আমিন টিটু, কালের কণ্ঠ ডিজিটাল ও জাগো নিউজ ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান, দৈনিক প্রতিদিনের সংবাদ ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, ডিবিসি নিউজ ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, সময়ের দৃশ্যপট বার্তা সম্পাদক নাজির আহমেদ আল আমিন, গ্রামীণ দর্পন ভৈরব প্রতিনিধি এমআর ওয়াসিম, চ্যানেল এস ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদ লিটন প্রমুখ।
মতবিনিময় সভায় ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ডা.এ.জেড.এম ফরহাদ বলেন, সর্বোচ্চ মানের সেবা, সবার জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং জনসাধারণের জন্য ভালো কিছু করতে হবে এমন চিন্তা ভাবনা থেকেই এ হসপিটালটি করা হয়েছে। এ হসপিটালের চিকিৎসা সেবাও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। এখানে এক ছাদের নিচে সর্বাধুনিক বহুমুখী বিশেষায়িত চিকিৎসা সেবা চলবে। এজন্য আধুনিক সব সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হয়েছে ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটাল। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা ও দিকনির্দেশনা মূলক পরামর্শ কামনা করেন। সাংবাদিকরা হসপিটালের গুণগতমান ও আধুনিক যন্ত্রপাতিসহ উপজেলা শহরে এমন একটি স্পেশালাইজড হসপিটাল প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং হসপিটালের স্বাস্থ্যসেবার মান ঠিক রাখাসহ নানান দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।