# নিজস্ব প্রতিবেদক :-
ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা শারীফ হাসান অনু কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রেপ্তার হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাঁকে ১০ সেপ্টেম্বর বুধবার বেলা ৩টার দিকে কটিয়াদী সদরের পূর্বপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানিয়েছেন, ময়মনসিংহ থেকে ডিবি পুলিশের একটি টিম এসে কটিয়াদী থানার সহায়তায় শারীফ হাসান অনুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তার নামে বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানা গেছে।