# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই দিনে সালুয়া ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। আজ ২০ আগস্ট বুধবার দুপুর পৌনে দুইটায় সালুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রা।
পরে দুপুর ২টায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্) ডা. ফাহমিদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, বাজিতপুর উপজেলা আইসিটি অফিসার মো. মুহিবুর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
সেমিনারে সালুয়া ইউনিয়নের গর্ভবতী নারীরা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ও শিক্ষার্থীসহ সালুয়া ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সালুয়া ইউপি সদস্য মীর মো. সৈয়দ আলী।
সেমিনারে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়েদের ৪ বার চেক-আপ, গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন, গর্ভবতী মায়ের খাবার, নবজাতকের সংক্রমণ প্রতিরোধ, নবজাতকের অত্যাবশকীয় পরিচর্যাসমূহ আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হয়েছে। অপরদিকে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনারে অনলাইন মাধ্যমের সুফল ও ঝুঁকি, ডিজিটাল ফুটপ্রিন্টের ভবিষ্যৎ প্রভাব, নানা ধরনের সাইবার আক্রমণ (ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি) ও সেগুলো থেকে বাঁচার উপায়, নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কৌশল, সাইবার বুলিং সনাক্ত ও প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন ব্যবহার—প্রাইভেসি সেটিংস হালনাগাদ রাখা, ব্যক্তিগত তথ্য পাবলিক না করা ও সম্মতি ছাড়া কনটেন্ট শেয়ার না করা—ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হয়েছে।