# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে আহমেদ উল্লাহ স্টোর থেকে বিস্কুট খেয়ে জান্নাত (৭) ও হুমাইরা (৫) নামে একই পরিবার দুই শিশু অসুস্থ হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিসহ তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার আগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল, ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও মডেল থানার এসআই সাইদুল ইসলামসহ পুলিশ টিম।
অসুস্থ জান্নাত ও হুমাইরা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, এবাদুল্লাহ স্টোর থেকে বিস্কুট কিনে খাওয়ার পর পাতলা পায়খানা ও বমি করতে শুরু করে। পরে তাদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভুক্তভোগী পরিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’কে জানালে তিনি অভিযান পরিচালনা করেন।
অভিযানে এবাদুল্লাহ স্টোরকে ৫০ হাজার টাকা, রাইসা ফুডস এন্ড বেকারিকে ২০ হাজার এবং তাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, অভিযোগের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট পাওয়া গেছে এবং প্যাকেটে তারিখ থাকা সত্ত্বেও ভিতরে পোকা জন্মেছে। এ ঘটনায় দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এমন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।