• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

# এম.আর রুবেল :-
ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সমাজসেবক ও পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ভৈরব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভৈরবের সমন্বয়ক মোহাম্মদ কাইজার প্রমুখ।
ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়। আমরা পৌরসভা থেকে নিয়মিত মশা নিধন কার্যক্রম চালাচ্ছি, কিন্তু বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা নাগরিকদের দায়িত্ব। সবাই মিলে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমানো সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যেই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ফগিং মেশিন দিয়ে ঔষধ ছিটানো কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ হলেও এটি প্রতিরোধযোগ্য। এজন্য সবার আগে প্রয়োজন জনসচেতনতা এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির ছাদ, আঙিনা কিংবা আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, টায়ার, ড্রাম, বোতল বা পুরনো পাত্রে যেন পানি না জমে সেদিকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত স্থানীয়রা ডেঙ্গু প্রতিরোধে পৌর প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিজ নিজ এলাকায় এ বিষয়ে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *