• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

বাজিতপুর ডায়াবেটিক সমিতি হাজারো রোগীর আস্থার প্রতীক

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় বাজিতপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়। উপজেলা বিভিন্ন শ্রেণির-পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গের আর্থিক অনুদানে প্রতিষ্ঠা লাভ করে অলাভজনক সেবামূলক এ সমিতি। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা দিয়ে আস্থার প্রতিষ্ঠান হয়ে উঠেছে বাজিতপুর ডায়াবেটিক সমিতি। বাজিতপুর পৌরশহরের ১নং ওয়ার্ডে সাব-রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন এ সমিতির অবস্থান।
সরেজমিনে দেখা গেছে, বাজিতপুর ডায়াবেটিক সমিতিতে প্রতি শুক্রবার বাজিতপুর উপজেলাসহ আশেপাশের কয়েকটি উপজেলার বিপুলসংখ্যক ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী সেবা নেন। তাঁদের একটি বড় অংশ আসেন নিয়মিত চিকিৎসায়। এছাড়া প্রতি সপ্তাহেই বাড়ছে নতুন রোগী। এঁদের অনেকেই আর্থিক অস্বচ্ছল। এখানে সামান্য মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা পান তাঁরা।
বাজিতপুর ডায়াবেটিক সমিতিতে চিকিৎসা সেবা দিতে প্রতি সপ্তাহে ঢাকা থেকে আসেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. খলিলুর রহমান। টেকনিশিয়ান হিসেবে থাকেন বারডেমের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল বারেক। সার্বিক তত্ত্বাবধানে থাকেন এ সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন সৃজন। এছাড়া বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী রোগীদের সেবায় দায়িত্ব পালন করেন।
জানা যায়, ডা. খলিলুর রহমান তাঁর উত্তম ব্যবহার, হাতের যশ, রোগ নির্ণয়, তাঁর সঠিক চিকিৎসা প্রয়োগ ক্রমেই রোগীদের আস্থার জায়গায় পরিণত হয়েছেন। তাঁর আচরণেই রোগী অনেকাংশে সুস্থ হয়ে যায়, এমন মন্তব্য তাঁর কাছে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাঁদের সাথে আসা স্বজনদের। তাঁর কাছে চিকিৎসা গ্রহণ করা একাধিক রোগীর সাথে কথা বলে জানা গেছে, ডা. খলিলুর রহমানের মধ্যে নেই কোনো অহমিকা বা অহংবোধ। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে রোগের বর্ণনা শোনেন এবং পরামর্শ দেন।
৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক ডা. খলিলুর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, মাতা-মনোয়ারা বেগম। তিনি রাজধানীর এ কে হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এরপর তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বারডেম থেকে সিসিডি সম্পন্ন করেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউতে) কার্ডিওলজি বিভাগে ডি-কার্ড (কোর্স) করছেন।
বাজিতপুর ডায়াবেটিস সমিতিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মূল্য খালি পেটে ডায়াবেটিস পরীক্ষা ১৫০ টাকা, ভরা পেটে ডায়াবেটিস পরীক্ষা ১৫০ টাকা, খালি+ভরা পেটে ২টি পরীক্ষা একসঙ্গে ২৫০ টাকা, লিপিড প্রোফাইল (এলপি) ৮০০ টাকা, সিবাম ক্রিয়েটন (এসসি) ২৫০ টাকা, এসজিপিটি ২৫০ টাকা, টিজি ৩০০ টাকা, ইউরিন এসিড ২৫০ টাকা, কোলেস্টোল ৩০০ টাকা, জিএফআর ৩৫০ টাকা এবং ইসিজি ১২০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *