• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কলের লাঙল আসলেও বীজতলার ভরসা গবাদি কটিয়াদীতে লেবু চাষে ভাগ্য পরিবর্তন কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন সবার নজর এখন ঢাকার দিকে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না ছাত্রদের পদোন্নতি হয়েছে ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেতাদের গ্রেপ্তারে থানায় কর্মীদের জয় বাংলা শ্লোগান, করিমগঞ্জের ওসি-পরিদর্শক একযোগে প্রত্যাহার ডাকাতি প্রস্তুতিকালে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন সবার নজর এখন ঢাকার দিকে

# মোহাম্মদ খলিলুর রহমান :-
হাওর অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনটি বাজিতপুর ও নিকলী উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৬৫৯ জন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় পুরো এলাকায় এখন বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে গ্রাম থেকে শহর-বাজার, রাস্তা, অলিগলি সর্বত্রই নির্বাচনী উত্তাপ স্পষ্ট।
গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করে। কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী চূড়ান্ত হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের তালিকা স্থগিত রাখা হয়। এতে দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।
স্থানীয়দের একাংশ মনে করছেন, জোটগত সমীকরণের কারণেই কিশোরগঞ্জ-৫ আসনটি খোলা রাখা হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি-বিএনপি’র বাইরে অন্য কোনো জোটের কাউকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দেওয়া যাবে না।
এই প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে বাজিতপুর-নিকলীর বিভিন্ন স্থানে প্রতিদিন মিছিল-মিটিং, সভা-সমাবেশ ও মোটর শোভাযাত্রা করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের যুক্তি, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইকবাল। ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক এলেও আন্দোলনের চাপের মুখে সে প্রতীক ছাড় দিতে হয়েছিল প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান মনজুকে। তবে সেই সময় থেকেই ইকবাল বাজিতপুর-নিকলীর নেতাকর্মীদের সঙ্গে থেকে রাজনীতি করে আসছেন। ২০১৫ সাল থেকে তিনি বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ৫ আগস্টের পর থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সামনে রেখে বাজিতপুর-নিকলীতে শক্ত অবস্থান তৈরি করেছেন। একইভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমও দীর্ঘদিন ধরে নিয়মিত নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন।
এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক রমজান আলীকে কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ঘোষণার পরপরই তিনি গ্রামে গ্রামে প্রচারণা শুরু করেছেন। জামায়াতের পক্ষ থেকেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে।
বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, শেখ মুজিবুর রহমান ইকবাল ২৫ বছর ধরে হাজারো নেতাকর্মীর পাশে থেকেছেন। দলের দুর্দিনে হামলা-মামলার শিকার নেতাকর্মীদের সেবা দিয়েছেন। যারা এখন জোটের প্রার্থী দাবি করছেন, ৫ আগস্টের আগে তাদের কাউকে এলাকায় দেখা যায়নি। বাজিতপুর-নিকলী ধানের শীষের ঘাঁটি-এখানে বিএনপির বাইরে অন্য কোনো জোটের প্রার্থীকে শীষ প্রতীক দিলে নেতাকর্মীরা মেনে নেবে না।
বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. শাহ আলম বলেন,
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রগামী নেতাদের একজন। হামলা, মামলা, জেল-নির্যাতন—সব প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী খান বাহাদুর আবদুল করিমের বংশধর। তার পিতা সৈয়দ সিরাজুল হুদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, কিশোরগঞ্জ-৫ আসনটি ১২ দলীয় জোটের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার জন্যই প্রাপ্য এবং সংরক্ষিত।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাজিতপুর উপজেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কাজল বলেন, জাতির ক্রান্তিলগ্নের স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো সংস্কারে যে ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি হলেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। তাকে ছাড়া আগামী জাতীয় সংসদ অসম্পূর্ণ থেকে যাবে বলে আমি মনে করি। জাতির বৃহত্তর স্বার্থে হাসনাত কাইয়ুমই বাজিতপুর-নিকলী আসনের এমপি হবেন—এমনটিই আমার দৃঢ় বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *