# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি গত সোমবার দেশের ২৩৭টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে। তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান যোগে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেছেন। এসময় এলাকার নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানিয়ে গুলশানের বাসায় পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল। তিনিও তখন উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন।
ড. ওসমান ফারুক ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে বিগত সরকারের আমলে যুদ্ধাপরাধ মামলার প্রক্রিয়া শুরু করার কারণে তিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি গত বছর ২৪ অক্টোবর দেশে ফিরেছিলেন। কয়েকদিন পর আবার যুক্তরাষ্ট্রে চলে যান। গত সোমবার কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণার পর তিনি আবার দেশে ফিরলেন। যদিও করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেছেন, ড. ওসমান ফারুক মনোনয়ন ঘোষণার আগেই ৫ নভেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন।