# মোস্তফা কামাল :-
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেছেন, এখন দল যায় দল আসে। ক্ষমতা বদলায়। কিন্তু বাংলাদেশের মানুষদের ভাগ্য বদলায় না, তাদের অধিকার আদায় হয় না। আমাদের ছেলেরা অনেক রক্ত দিয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আবারও পুরনো রাজনীতি আমরা করতে দিব না। প্রয়োজনে আবারও বুক পেতে দিব। তিনি গতকাল বুধবার বিকালে নিজ এলাকা কিশোরগঞ্জের বাজিতপুর বাজারের বাঁশ মহালে ‘রাষ্ট্র সংস্কার সমাবেশ’ নামে দলীয় সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু কখনও বীর মুক্তিযোদ্ধা বলে বাংলাদশ রাষ্ট্রের কাছ থেকে কোন সুবিধা নেওয়ার চেষ্টা করেননি। ৫৩ বছর সম্পদের দিক থেকে এই বাজিতপুর যতটা অনগ্রসর হয়ে পড়েছে, আমরা আগের অবস্থা ফিরিয়ে আনবো। আমরা ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজি, নদী দখল, ইজারা, সব উন্মুক্ত করে দিব। জনগণকে তাদের পরিপূর্ণ ক্ষমতা বুঝিয়ে দিব। কোন পুলিশ কিংবা ইউএনও, যেই হোক, অন্যায় করলে তাদের বিরদ্ধে আমরা মামলা করার আইন করবো। বিভিন্ন এলাকা থেকে দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
দলের বাজিতপুর উপজেলা শখার আহবায়ক শামছুল হক কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, দলের কেন্দ্রীয় নেতা খন্দকার হাবিব রাজা, সাজ্জাদ পারভেজ, হরিপদ দাস নান্টু, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া শিশির, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি লামিয়া ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বাজিতপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল করা হয়।