# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফকে। আবার কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলামকে। দলের নির্বাচনী প্রতীক ট্রাক।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে দলের একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সামনে একটি ছাদ খোলা জীপে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এ দুই প্রার্থী আবু হানিফ ও শফিকুল ইসলাম। এসময় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন বহন করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
এসময় আবু হানিফ তার বক্তৃতায় বলেছেন, গণঅধিকার পরিষদ কোন সুবিধাভোগী দলের বিকল্প নয়। এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, নিরাপত্তা পায়- সেটাই আমাদের দলের লক্ষ্য।
তিনি বলেন, এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরদ্ধে এবং ন্যায়ের পক্ষে আছেন। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণের ভোটেই দেশে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।