# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি প্যারা রাব্বিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের নিউ টাউন আমলাপাড়া বালুর মাঠ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ডেগার, ছুরিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই মো. ফরিদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলো, পৌর শহরের উত্তর পাড়া দানিস ব্যাপারি বাড়ি এলাকার জসিম মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী মনিরুজ্জামান রাব্বি ওরফে প্যারা রাব্বি (২৮), তার সহযোগী মুসকিলাহাটি মেঘনা-যমুনা অয়েল কোম্পানী সংলগ্ন এলাকার ফারুক মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), চণ্ডিবের মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে বুলবুল মিয়া (৩৬) ও উত্তর পাড়া সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বিল্লাল মিয়ার ছেলে শরীফ মিয়া (৩০)।
এ বিষয়ে ভৈরব থানা এসআই মো. ফরিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড়া বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। প্যারা রাব্বির বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় ২০টির মতো চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। ভৈরবে এমন কোন অপরাধ কর্মকাণ্ড নেই যেখাানে রাব্বি জড়িত নেই। প্রতিটি কর্মকাণ্ডে সে জড়িত থাকে। এতোদিন ধরা ছোঁয়ার বাহিরে ছিলো। তাকে গ্রেপ্তার করাতে ভৈরবে কিছুটা স্বস্তি ফিরবে। এছাড়াও তাঁর সহযোগী অন্যান্য আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্যারা রাব্বি অসুস্থ্য থাকায় তাকে পুলিশি পাহাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। বাকী আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।