# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সোমবার ভোর রাতে একটি গ্রামীণ ব্যাংকের শাখা ও একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে গ্রামীণ ব্যাংকের কোন ক্ষতি হয়নি। তবে শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউজের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। অন্যদিকে কিশোরগঞ্জ-গাজীপুর সড়কের পাকুন্দিয়া শ্রীরামদী এলাকায় গভীর রাতে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ গিয়ে গাছটি সরিয়ে নিয়েছে।
জেলা শহরের নিউটাউন এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদ শাখার বাইরের অংশে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু নৈশ প্রহরি টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন যে কারণে কোন রকম ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ওই শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান। মামলার বিষয়ে প্রশ্ন করলে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক তপন কুমার বিশ্বাস বলেন, আসলে ব্রাঞ্চের কোন ক্ষতিই হয়নি। আগুনের আলামতও পাওয়া যায়নি। কেবল ঘটনাস্থলে গিয়ে একট গন্ধের মত পাওয়া গেছে। তবে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে আটক করেছে। গতকাল দুপুর পর্যন্ত তাঁরা মামলার বিষয়ে কোন চিন্তা করেননি। তবে পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে।
গতকাল সকালে সার্কিট হাউজ এলাকায় গিয়ে দেখা গেছে, আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। ওই এলাকার বাসিন্দা মানিক মিয়াসহ কয়েকজন জানিয়েছেন, এটি বেশ কিছুদিন ধরে মেরামতের জন্য রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তবে ঘটনার সময় এলাকাবাসী ঘুমিয়ে ছিলেন। ফলে কারা আগুন দিয়েছে, সেটা কেউ বলতে পারছেন না। ভোর ৪টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালন মোফাজ্জল হোসেন। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও গিয়েছিল বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। এটি একটি নাশকতার ঘটনা বলে পুলিশের ধারণা।