• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কলের লাঙল আসলেও বীজতলার ভরসা গবাদি কটিয়াদীতে লেবু চাষে ভাগ্য পরিবর্তন কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন সবার নজর এখন ঢাকার দিকে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না ছাত্রদের পদোন্নতি হয়েছে ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেতাদের গ্রেপ্তারে থানায় কর্মীদের জয় বাংলা শ্লোগান, করিমগঞ্জের ওসি-পরিদর্শক একযোগে প্রত্যাহার ডাকাতি প্রস্তুতিকালে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক
অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সোমবার ভোর রাতে একটি গ্রামীণ ব্যাংকের শাখা ও একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে গ্রামীণ ব্যাংকের কোন ক্ষতি হয়নি। তবে শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউজের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। অন্যদিকে কিশোরগঞ্জ-গাজীপুর সড়কের পাকুন্দিয়া শ্রীরামদী এলাকায় গভীর রাতে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ গিয়ে গাছটি সরিয়ে নিয়েছে।
জেলা শহরের নিউটাউন এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদ শাখার বাইরের অংশে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু নৈশ প্রহরি টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন যে কারণে কোন রকম ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ওই শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান। মামলার বিষয়ে প্রশ্ন করলে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক তপন কুমার বিশ্বাস বলেন, আসলে ব্রাঞ্চের কোন ক্ষতিই হয়নি। আগুনের আলামতও পাওয়া যায়নি। কেবল ঘটনাস্থলে গিয়ে একট গন্ধের মত পাওয়া গেছে। তবে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে আটক করেছে। গতকাল দুপুর পর্যন্ত তাঁরা মামলার বিষয়ে কোন চিন্তা করেননি। তবে পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে।
গতকাল সকালে সার্কিট হাউজ এলাকায় গিয়ে দেখা গেছে, আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। ওই এলাকার বাসিন্দা মানিক মিয়াসহ কয়েকজন জানিয়েছেন, এটি বেশ কিছুদিন ধরে মেরামতের জন্য রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তবে ঘটনার সময় এলাকাবাসী ঘুমিয়ে ছিলেন। ফলে কারা আগুন দিয়েছে, সেটা কেউ বলতে পারছেন না। ভোর ৪টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালন মোফাজ্জল হোসেন। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও গিয়েছিল বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। এটি একটি নাশকতার ঘটনা বলে পুলিশের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *