# রাজীবুল হাসান :-
ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কিশোর কুমার ধর। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. আব্দুল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ব্যবস্থাপক সোলায়মান মিয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল ওয়াহাব, তাসলিমা বেগম, রুবেল দাস, মুন্নী আক্তারসহ ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, আজকে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে জনগণকে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এই ধরণের আয়োজন। জনসাধারণের ডায়াবেটিস স্বাস্থ্য সচেতনার জন্য সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে পরীক্ষা করানোর ব্যবস্থা রয়েছে। যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে নিয়মিত ঔষধ ও নিয়মিত স্বাস্থ্য সচেতন হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি জানান।