# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার দুপুরে পৌর শহরের কমলপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্টেশন অফিসার বলেন, রোববার দুপুর ২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এটি আবাসিক এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের বিপাকে পড়তে হয়েছে। পানির কোন ব্যবস্থা ছিল না।
তিনি আরো জানান, আবাসিক এলাকায় কোন কারখানা গড়ে তুলা হলে সব ধরণের সুযোগ সুবিধা থাকতে হবে। সেই সাথে প্রতিটি ফ্যাক্টরি কারখানা মালিকগুলোকে আরো সতর্ক থাকতে হবে। ভৈরবে দু’দিন পর পর কয়েলসহ জুতার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগে। অধিকাংশ ফ্যাক্টরিতে যাওয়া যায় না রাস্তা না থাকার কারণে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুন সূত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হয়েছে। আগুনে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
জুতার কারখানা মালিক শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, দুপুরে শুনতে পায় আমাদের জুতার কারখানায় আগুন লেগেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আকস্মিক ভাবে আগুন লেগে যায়। কারখানা কর্মচারীরা কাজ করছিল। দৌড়ে সরতে গিয়ে তিন চারজন কর্মী আহত হয়েছে। ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ যত্রতত্রভাবে ভৈরবের আবাসিক এলাকায় বিভিন্ন কারখানা গড়ে উঠেছে। দুইদিন পর পর বিভিন্ন কারখানায় আগুন লাগে। আমরা চাই প্রশাসনের হস্তক্ষেপে আবাসিক এলাকাগুলো থেকে সব ধরণের কারখানা সরিয়ে নেয়া হোক।
কমলপুর এলাকার বাসিন্দা ও সমাজ সেবক সুমন রহমান বলেন, কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কাজ করতে হিমসিম খেতে হয়েছে। কারখানাটি আবাসিক এলাকায়। আমাদের ভাগ্য ভাল আমদের আবাসিক এলাকার বাসা বাড়িতে আগুন ছড়িয়ে যায়নি। অল্পের জন্য বাসা বাড়ির মানুষগুলো বেঁচে গেল। প্রশাসনের হস্তক্ষেপে আবাসিক এলাকা গুলো থেকে কারখানাগুলো সরিয়ে না নিলে ভবিষ্যতে কমলপুর এলাকার বাসিন্দাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়ে যাবে।