# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে সরারচর স্টেশনে দলের নেতা-কর্মীরা ট্রেন অবরোধ করেছেন। ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ১০ মিনিট আটকে রাখার পর নেতাদের হস্তক্ষেপে চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার রথিশ বিশ্বাস।
গত সোমবার দেশের ২৩৭টি আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের সময় কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়। কিশোরগঞ্জ-৫ আসনে ১২ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে এলাকায় চাউর হয়। যে কারণে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়নের পক্ষে এলাকা এখন মিছিলে মিছিলে উত্তাল।
বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে সরারচর এলাকায় দলের শত শত নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে তারা রেলপথ অবরোধ করে ট্রেন আটকে রাখেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন, এই আসনটি সবসময় বিএনপির আসন। এখানে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে হবে। তা না হলে আসনটি হাতছাড়া হয়ে যাবে। নিকলী উপজেলা সদরেও একই দাবিতে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানা গেছে।