# মোস্তফা কামাল :-
আধুনিক চাষাবাদ পদ্ধতিতে অনন্য সংযোজন কলের লাঙল বা পাওয়ার টিলার। দেশে জনসংখ্যা বেড়েছে, বেড়েছে চাষাবাদ। এখন আর কোন পতিত জমি পাওয়া যাবে না। বিশেষ করে উঁচু এলাকার যেসব জমিতে এক সময় কেবল আমন ধান আর আউশের আবাদ হতো, ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধির ফলে এখন সেসব জমিতেও সেচ দিয়ে বোরো আবাদ করা হচ্ছে। ফলে গবাদি পশু গরু আর মহিষ পরিহার করে কলের লাঙল গ্রহণ করা ছাড়া এত বিপুল পরিমাণ জমি চাষাবাদ করা এখন সম্ভব হতো না বলে মনে করছেন কৃষকরা।
তবে জমির সমতল মাটি চাষ দেওয়ার জন্য কলের লাঙল ব্যবহার করা গেলেও বীজতলা তৈরির কাজ কলের লাঙল দিয়ে হয় না। কলের লাঙল দিয়ে জমির মাটি ওলটপালট করা হয়। কিন্তু কাদামাটি সমান করার জন্য গরু আর মহিষ দিয়ে মই টানতে হয়। এর কোন বিকল্প নেই। তবে যেসব কৃষকের গরু বা মহিষ নেই, তারা নিজেরাই মই টানেন। ধানের বীজতলাগুলো চাষ দেওয়ার পর মই টেনে কাদামাটি সমান করে সেখানে বীজ বপন করা হয়। আর সেই ক্ষেত্রে কৃষকদের এখনও গরু আর মহিষের ওপর নির্ভর করতে হয়।
শনিবার হাওর উপজেলা নিকলীর গুরই হাওরে গিয়ে দেখা গেছে, পার্শ্ববর্তী বাঘবাড়ি গ্রামের কৃষক কালাচাঁন এক জোড়া মহিষ দিয়ে বীজতলায় মই দিচ্ছেন। তিনি জানান, কলের লাঙল মাটি চাষ দিয়ে ওলটপালট করে। আর মহিষ দিয়ে মই টেনে তিনি সেই ওলটপালট করা মাটি সমান করছেন। জেলা খামারবাড়ি সূত্রে জানা গেছে, এবছর নিকলী উপজেলায় বীজলা তৈর করা হচ্ছে ৬২০ দশমিক ২৭ হেক্টর জমিতে।