#রাজীবুল হাসান:-
“রক্ত দানে রেখো না ভয়, কে জানে কাল তোমারও যদি প্রয়োজন হয়” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর সাদেকপুরের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রসুলপুর উচ্চ বিদ্যালয়ে এই সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এছাড়াও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সেবা নিতে আসা তারা মিয়া নামে এক চক্ষু রোগী তুহিন মিয়া জানান, শহরে না গিয়ে গ্রামেই বড় ডাক্তার পেয়ে আমরা অনেক খুশি। এ জন্য যুব সমাজকে অনেক ধন্যবাদ জানাই।
সংগঠন উপদেষ্টা কাউছার আলম জানান, শিশু, চক্ষু, অর্থোপেডিক্স, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ ৩২ জন ডাক্তার প্রায় দুই হাজারেও অধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষজনকে এ সেবা দিতে পেরে আমরাও আনন্দিত।
এছাড়াও সংগঠনের আহবায়ক গাজী মাহবুব রহমান জানান, সাদেকপুর ইউনিয়নের একদল তরুণ সমাজের উদ্যোগে এবং দেশ ও বিদেশে থাকা প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আমরা এই আয়োজনটি করতে সক্ষম হয়েছি। সকলের সহযোগিতা পেলে মানবতার কল্যাণে এই ধারা অব্যাহত থাকবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।