# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার ড্রেন নির্মাণ কাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজ হয়ে দুই জন আহত হয়েছে। এতে ৩ ঘণ্টা বন্ধ থাকে পৌর শহরে গ্যাস লাইন সরবরাহ। আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় ড্রেনের কাজ করতে গিয়ে লিকেজ হয় ৩/৪ গ্যাস লাইন। তৎক্ষণাৎ আগুন লেগে হারুন মিয়া (৪০) ও কালাম মিয়া (৩৯) নামে দুইজন নির্মাণ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে হারুন মিয়া স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করলেও তাদের সাথে ভৈরব তিতাস গ্যাস অফিসের কোন সমন্বয় নেই। আগে থেকে সমন্বয় থাকলে এমনটি হতো না। আজকে এই আগুনে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
অপর দিকে হঠাৎ তিন ঘণ্টা গ্যাস লাইন বন্ধ থাকায় বিপাকে পৌর শহরের বাসিন্দারা। সকাল থেকে রান্নার কাজ বন্ধ হয়ে আছে। এতে করে শহরের বাসিন্দাদের মাঝে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
এ বিষয়ে নির্মাণ কর্মী মিরাজ মিয়া বলেন, সকাল ১০টার দিকে পুরোনো ড্রেন ভেঙে নতুন ড্রেনে কাজ করতে গিয়ে হেমার ড্রিল মেশিন চালালে আসাবধানতাবশতঃ অবস্থায় মাটির নিচে থাকা গ্যাস পাইপ ছিদ্র হয়ে যায়। এসময় আমাদের সহকর্মী হারুন মিয়া ও কালাম মিয়া আহত হয়।
এ বিষয়ে ভৈরব জোনাল বিক্রয় অফিস এর ব্যবস্থাপক কাইছার আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের তীব্রতা থাকায় প্রথমে শহরের গ্যাস লাইন বন্ধ করার ব্যবস্থা করি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুর ১টায় গ্যাস লাইনের লিকেজ বন্ধ করি। আপাতত লাইনে কোন সমস্যা না থাকায় শহরের গ্যাস সরবরাহ চালু করে দিয়েছি।